বেসরকারি মেডিকেলে ৪৫শতাংশ বিদেশি শিক্ষার্থী ভর্তির নির্দেশ

ডক্টর টিভি রিপোর্ট
2022-11-10 19:26:10
বেসরকারি মেডিকেলে ৪৫শতাংশ বিদেশি শিক্ষার্থী ভর্তির নির্দেশ

বেসরকারি মেডিকেলে ৪৫শতাংশ বিদেশি শিক্ষার্থী ভর্তির নির্দেশ

বিদেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জনকারী বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজসমূহকে এমবিবিএস কোর্সে মোট আসনের ৪৫ ভাগ বিদেশি শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।


নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জনকারী বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজসমূহ সহ বেসরকারি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজকে নীতিমালা অনুসারে মোট আসন সংখ্যার বিপরীতে নির্ধারিত কোটায় (মোট আসন সংখ্যার ৪৫%) বিদেশী ছাত্র-ছাত্রী ভর্তি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়ের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।


নোটিসটি দেখতে ক্লিক করুন..

 


আরও দেখুন: