আইসিডিডিআর,বির  ১৯৭৮ সালের সামরিক আইন বাতিল

ডক্টর টিভি রিপোর্ট
2022-11-07 12:35:02
আইসিডিডিআর,বির  ১৯৭৮ সালের সামরিক আইন বাতিল

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের সামরিক শাসনামলে জারি করা বাংলাদেশ (আইসিডিডিআর,বি) বিল’ বাতিল

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের সামরিক শাসনামলে জারি করা বাংলাদেশ (আইসিডিডিআর,বি) বিল’ বাতিল করে নতুন আইন ‘আইসিডিডিআরবি বিল- ২০২২’ জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদে বিলটি পাস হয়। এর আগে যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো আলোচনা করে স্পিকারের মাধ্যমে নিস্পত্তি করা হয়।

বিলে বলা হয়েছে, ‘আইসিডিডিআর,বি জাতীয় এবং আন্তর্জাতিক আইন ও বিধি-বিধান মেনে বৈধ জৈব উপকরণ এবং গবেষণা সংক্রান্ত ফার্মাসিউটিক্যালস দেশের ভেতরে আনতে এবং দেশের বাইরে হস্তান্তর করতে পারবে। তবে কোনো নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশে পাঠাতে হলে বা কোনো আমদানি-নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশ থেকে আমদানি করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনাপত্তি গ্রহণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।’

উদরাময় গবেষণা কেন্দ্র বোর্ডের গঠণ সম্পর্কে বিলে বলা হয়েছে, কেন্দ্রের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে একটি বোর্ড থাকবে। বোর্ডের সদস্য হবেন ১৫ জন। এরমধ্যে সরকার মনোনীত প্রতিনিধি থাকবেন চারজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনীত প্রতিনিধি একজন, সরকার নির্ধারিত জাতিসংঘের কোনো সংস্থার মনোনীত একজন, পূর্ববর্তী বোর্ডের মনোনীত আটজন এবং কেন্দ্রের নির্বাহী পরিচালক। নির্বাহী পরিচালক এই বোর্ডের সদস্য সচিব হিসেবেও কাজ করবেন।

প্রতিষ্ঠানের উদ্দেশ্য সমন্ধে বলা হয়েছে, ‘কেন্দ্রের কাজ হবে ডায়রিয়া রোগ ও পুষ্টি ও উর্বরতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়ে সমীক্ষা, গবেষণা ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের জনগণের স্বাস্থ্য সেবার উন্নত পদ্ধতির উদ্ভাবন এবং ডায়রিয়াজনিত রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আনয়ন, বিশেষত উন্নয়নশীল দেশসমূহের প্রেক্ষাপট বিবেচনায় জনস্বাস্থ্য কর্মসূচির উন্নয়ন সাধন।’

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশগুলোর আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনান্তে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০২১ সালের ১৩ ডিসেম্বর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন-২০২১ খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক দ্যা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ অর্ডিন্যান্স ১৯৭৮ এবং ১৯৮৫ সালে সংশোধিত উক্ত অর্ডিন্যান্স রহিত করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইন, প্রণয়ন করা যুক্তিযুক্ত।’

প্রসঙ্গত, ১৯৭৮ সালে আইসিডিডিআর,বি নিয়ে অধ্যাদেশ জারি করা হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য নতুন আইনটি করা হয়েছে।

 


আরও দেখুন: