আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল পাস

অনলাইন ডেস্ক
2022-11-07 11:24:24
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল পাস

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল (আইসিডিডিআর,বি) অধ্যাদেশ বাতিল করে নতুনভাবে ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল- ২০২২’ বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

রোববার ‘আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল- ২০২২’ সংসদে পাসের জন্য সংসদে উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিলটির ওপর আনা যাচাই ও বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো স্পিকার নিস্পত্তি করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

নতুন বিলটিতে বলা হয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক আইন ও বিধিবিধান মেনে বৈধ জৈব উপকরণ এবং গবেষণা সংক্রান্ত ফার্মাসিউটিক্যালস দেশের ভেতরে আনতে এবং দেশের বাইরে হস্তান্তর করতে পারবে আইসিডিডিআর,বি।

তবে কোন নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশে পাঠাতে হলে বা কোন আমদানি-নিষিদ্ধ পণ্য গবেষণা বা পরীক্ষার জন্য বিদেশ থেকে আমদানি করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনাপত্তি গ্রহণ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

উদরাময় গবেষণা কেন্দ্র বোর্ডের গঠন সম্পর্কে বলা হয়েছে, কেন্দ্রের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ১৫ সদস্যের একটি বোর্ড থাকবে।

সদস্য যারা থাকবেন : সরকার মনোনীত প্রতিনিধি থাকবেন ৪ জন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনীত প্রতিনিধি ১ জন, সরকার নির্ধারিত জাতিসংঘের কোন সংস্থার মনোনীত ১ জন, পূর্ববর্তী বোর্ডের মনোনীত ৮ জন এবং কেন্দ্রের নির্বাহী পরিচালক। নির্বাহী পরিচালক একইসাথে বোর্ডের সদস্য সচিব হিসেবেও কাজ করবেন।

১৯৭৮ সালে আইসিডিডিআর,বি নিয়ে অধ্যাদেশ জারি করা হয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসনামলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনো প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সে জন্য নতুন আইনটি করা হয়েছে।


আরও দেখুন: