জলবায়ু পরিবর্তনে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
সামাজিক আন্দোলন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না। জনগণ চাইলে ডেঙ্গুও পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব
জলবায়ু পরিবর্তনজনিত কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সচেতনতা কার্যক্রম ও অভিযান পরিচালনার পাশাপাশি আমরা ডেঙ্গুর চিকিৎসা প্রদান করছি। ডেডিকেটেড কভিড হাসপাতাল ছাড়াও ৪৬টি মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও সেবা দেওয়া হচ্ছে।
শনিবার (৫ নভেম্বর) রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের আওতাধীন ৫১ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।
তিনি বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে ব্যাপক সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। বারবার সাবধান করা হলেও অনেকে সচেতন হচ্ছে না। সাবধান করার পরও নির্মাণাধীন ভবনে পদক্ষেপ নেওয়া হয়নি। বেসমেন্টে অসংখ্য লার্ভা পাওয়া যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না। লার্ভা পেলে কোনো ছাড় নয়।’
আতিকুল বলেন, ‘সামাজিক আন্দোলন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না। জনগণের সহযোগিতায় মাত্র ১২ ঘণ্টায় আমরা কোরবানির বর্জ্য অপসারণ করেছি। জনগণ চাইলে ডেঙ্গুও পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব।’
ডেঙ্গু নিয়ন্ত্রণে শিশুদের শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে জানাতে হবে ড্রেন বা নর্দমার পানিতে এডিস মশার জন্ম হয় না। জমে থাকা স্বচ্ছ পানিতে জন্মে এই মশা। বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকতে হবে। জমে থাকা স্বচ্ছ পানি ফেলে দেওয়ার বিষয়ে শিশুদেরও শিক্ষা দিতে হবে। বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।’
উত্তরায় ডেঙ্গু সচেতনতা কার্যক্রম ও মতবিনিময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জোবায়দুর রহমান, ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর জাকিয়া সুলতানা, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন প্রমুখ।