ব্লাড ক্যান্সার নিয়ে হলো আন্তর্জাতিক সম্মেলন

ডক্টর টিভি রিপোর্ট
2022-11-04 13:11:55
ব্লাড ক্যান্সার নিয়ে হলো আন্তর্জাতিক সম্মেলন

সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন ব্রিটিশ সোসাইটি ফর হেমাটোলজির সভাপতি জস রাইট

ব্লাড ক্যান্সার নিয়ে ‘পঞ্চম বাংলাদেশ হেমাটোকন-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে এ আন্তর্জাতিক সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান।

সোসাইটির সভাপতি অধ্যাপক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক মাসুদা বেগম প্রমুখ।

সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন ব্রিটিশ সোসাইটি ফর হেমাটোলজির সভাপতি জস রাইট। যুক্তরাজ্য ও ভারতের বিশিষ্ট হেমাটোলজিস্টরা বক্তব্য রাখেন। আর ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের সভাপতি শুভেচ্ছ বাণী দিয়েছেন।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সোসাইটির কোষাধ্যক্ষ ও বৈজ্ঞানিক উপকমিটির আহ্বায়ক ডা. আমিন লুৎফুল কবির। আর আগত অতিথিদের ধন্যবাদ জানান সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।


আরও দেখুন: