জামিন পেলেন সেই রক্তকন্যা
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ
উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও ‘রক্তকন্যা’ খ্যাত সোনিয়া আক্তার স্মৃতি ইসলাম (৩৫)।
সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
সোনিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য সাংবাদিকদের জানান।
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী মহিলা দলের সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সামসুল আরিফিন চৌধুরী অভিযোগ করেন, গত ৩১ আগস্ট দুপুরে স্মৃতি তার ‘Sonya akter smrity’ নামে ফেসবুক আইডি থেকে কটূক্তিমূলক পোস্ট দেন। এতে আওয়ামী লীগ ও অন্যান্য দলসহ বিভিন্ন সম্প্রদায়ের মাঝে বিদ্বেষ সৃষ্টি করেছে এবং এই পোস্টের মাধ্যমে বিভিন্ন শ্রেণির জনসাধারনের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছে সোনিয়া আক্তার স্মৃতি।