ময়মনসিংহ মেডিকেলে স্ট্রোক ইউনিট প্রতিষ্ঠার দাবি

অনলাইন ডেস্ক
2022-10-31 19:33:58
ময়মনসিংহ মেডিকেলে স্ট্রোক ইউনিট প্রতিষ্ঠার দাবি

স্ট্রোক দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগ আয়োজিত সায়েন্টিফিক সেমিনার

সারাদেশের মত ময়মনসিংহ বিভাগেও স্ট্রোকের রোগী অনেক বেড়েছে। স্বয়ংসম্পূর্ণ আধুনিক ইন্টারভেনশনের ব্যবস্থাসহ স্ট্রোক ইউনিট না থাকায় স্ট্রোকের রোগীর যথাযথ ব্যবস্থাপনা সম্ভব হচ্ছে না। এ কারণে অবিলম্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক স্ট্রোক ইউনিট প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আপাতত: পূর্নাঙ্গ স্ট্রোক ইউনিট করা সম্ভব না হলেও অন্ততঃ একটি স্বতন্ত্র স্ট্রোক সেন্টার প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজন এবং সময়ের দাবী বলে জানিয়েছেন তারা। 


স্ট্রোক দিবস উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী আয়োজনের সমাপনী দিনে আজ সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ দাবি জানান। 


সায়েন্টিফিক সেমিনারে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হান্নান মিয়া।  


স্পিকার ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মানবেন্দ্র‍ ভট্টাচার্য। এ সময় নিউরোলজিসহ হাসপাতালের সকল বিভাগের অন্যান্য  চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন: