দোষী আনসার ও আয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ক্যান্সার হাসপাতাল

অনলাইন ডেস্ক
2022-10-31 12:39:44
দোষী আনসার ও আয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ক্যান্সার হাসপাতাল

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে দুদকের টিম

অনিয়মের সঙ্গে জড়িত আনসার সদস্য ও আয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম হাসপাতালে কর্মরত আনসার সদস্য ও আয়াদের নানা অনিয়ম তুলে ধরলে তিনি এ আশ্বাস দেন।  

অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে ক্যান্সার রোগীদের সাথে সেখানে কর্মরত আনসার ও আয়াদের খাদ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং টাকার বিনিময়ে ডাক্তারদের সিরিয়াল পাইয়ে দেয়াসহ বেশ কিছু অনিয়ম ধরা পড়ে।

দুদক টিম দেখতে পান যে, হাসপাতালের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের সামনে আগে থেকেই পানির বোতল, ডাবের খোসা, ব্যাগ, জুতা কিংবা ইট দিয়ে সিরিয়াল ধরে রাখে কর্মরত আনসার সদস্য ও আয়ারা। পরে রোগীরা এলে, টাকার বিনিময়ে সিরিয়াল হস্তান্তর করে থাকে আনসার সদস্য ও আয়ারা।  

এসব অনিয়ম নিয়ে দুদক টিম পরবর্তীতে কথা বলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। সেবা বিঘ্নকারী কর্মচারীদের বিরদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন হাসপাতাল পরিচালক। 


আরও দেখুন: