প্রত্যাশার ঘেরাটোপে আটকে হতাশ তরুণরা

ডক্টর টিভি রিপোর্ট
2022-10-28 13:26:16
প্রত্যাশার ঘেরাটোপে আটকে হতাশ তরুণরা

শিশুদের আমরা আদর করি, কোলে নিই। কিন্তু বয়ঃসন্ধিকাল থেকে তাদের মানসিক সমস্যা শুরু হয়

তরুণ সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ‘এসো জীবনের গান গাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৃহস্পতিবার দিনব্যাপী ‘‌দ্য ইয়ুথ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং’ শীর্ষক কার্নিভাল অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, শিশুদের আমরা আদর করি, কোলে নিই। কিন্তু বয়ঃসন্ধিকাল থেকে তাদের মানসিক সমস্যা শুরু হয়। কারণ তখন তাদের প্রতি আমাদের প্রত্যাশা তৈরি হয়। এভাবে সাধ্যের বাইরে প্রত্যাশার ঘেরাটোপে আটকে যান কিশোর-তরুণেরা। দেখা যায়, হতাশার একেবারে দ্বারপ্রান্তে গিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় তারা।

দিনব্যাপী এ কার্নিভালে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, সাংবাদিক ও সেলিব্রেটিরা কথা বলেন। বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সেলিং ও গাইডেন্স অফিসের সহযোগিতায় ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন ও আঁচল ফাউন্ডেশন যৌথভাবে কার্নিভালটির আয়োজক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সম্মিলিত গানে সকাল ১০টায় কার্নিভালের সূচনা হয়। এ সময় বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের অধ্যাপক শাহিন ইসলামের সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, সাজিদা ফাউন্ডেশনের মানসিক স্বাস্থ্য প্রোগ্রামের উপদেষ্টা ড. আশিক সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মেন্টাল হেলথ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মনিরা রহমান।

দুপুর ১২টায় মানসিক স্বাস্থ্যবিষয়ক সংবাদের পরিবর্তন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, দ্য ডেইলি স্টারের সাংবাদিক শাহনেওয়াজ খান চন্দন, নাগরিক টিভির শাহানাজ শারমীন, একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপা, ঢাকা ট্রিবিউনের সোহেল মামুন, ফিনান্সিয়াল এক্সপ্রেসের দৌলত আক্তার মালা।

কার্নিভালে থেরাপিক সেশনে ইয়োগা বিষয়ে বলেন ‘প্রশান্তির’ প্রতিষ্ঠাতা শায়মা শাফিজ সুমি, মেডিটেশন বিষয়ে ‘মনের বন্ধু’র অ্যানা অ্যান্থনিয়া ব্যারল, আর্ট থেরাপি নিয়ে শাহিন সোবহানা কথা বলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের প্রদর্শনী হয়।

বিকেল ৪টায় সেলিব্রিটির সঙ্গে কথোপকশন সেশনে অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, ফজলুর রহমান বাবু ও অভিনেত্রী তানভীন সুইটি উপস্থিত ছিলেন।

সমাপনী সেশনে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আব্দুল্লাহ আল হারুনের সঞ্চালনায় ঢাবির এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক শাহিন ইসলাম, স্টুডেন্ট কাউন্সেলিং ও গাইডেন্স অফিসের অধ্যাপক ড. মেহজাবীন হক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারপারসন জোবেদা খাতুন, সাজিদা ফাউন্ডেশনের রুবিনা জাহান বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনোভেশন ফর ওয়েলবিংয়ের ফাতেমা পারভিন পুতুল।


আরও দেখুন: