কর্নেল মালেক মেডিকেলে ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
2022-10-26 13:13:04
কর্নেল মালেক মেডিকেলে ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

কর্নেল মালেক মেডিকেলে ডেঙ্গু বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ‘আপডেট ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বজলুল করিম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের ডেপুটি পরিচালক ডা. মো: আরশাদ উল্লাহ ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. ডা সৌমেন চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. নাওম হোসাইন। 

সেমিনারটি পরিচালনা করেন মেডিসিন বিভাগের রেসিডেন্সিয়াল ফিজিশিয়ান এবং রক্ত রোগ বিশেষজ্ঞ ডা. আশরাফুল হক। 

উল্লেখ্য, মঙ্গলবার মালেক মেডিকেলে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। হাসপাতালের ৬ তলাকে ডেঙ্গু রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. আল মামুন। ইতোমধ্যে, ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তিনি। 


আরও দেখুন: