সিলেট পুলিশ লাইন স্কুলে শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা
সিলেট নগরীর ‘পুলিশ লাইন হাই স্কুলে’ জালালাবাদ চক্ষু হাসপাতালের উদ্যোগে ‘স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেট নগরীর ‘পুলিশ লাইন হাই স্কুলে’ জালালাবাদ চক্ষু হাসপাতালের উদ্যোগে ‘স্কুল সাইট টেস্টিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। (২৫ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে ৯৫ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে কম দৃষ্টি সম্পন্ন ২৯ জন শিক্ষার্থীকে জালালাবাদ চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনব্যাপী কর্মসূচীতে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন ডা. সৈয়দা মাহজাবীন নিশাত এবং অপ্টোমেট্রিস্ট খালেদ আল রকিব।
স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, সহকারী প্রধান শিক্ষক বিদ্যুত জ্যোতি চক্রবর্তী, সিনিয়র শিক্ষক অঞ্জন কুমার কর, শাহাদত হোসেন, জালালাবাদ অন্ধ কল্যান সমিতির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ পিংকু আব্দুর রহমান, নার্স মোঃ আব্দুল হাসান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।