যশোর জেনারেল হাসপাতালে একাডেমিক ও ক্লিনিক্যাল সহায়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
2022-10-24 17:22:32
যশোর জেনারেল হাসপাতালে একাডেমিক ও ক্লিনিক্যাল সহায়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যশোর জেনারেল হাসপাতালে একাডেমিক ও ক্লিনিক্যাল সহায়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ও যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের যৌথ আয়োজনে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে "একাডেমিক ও ক্লিনিক্যাল সহায়তা" শীর্ষক সেমিনার সোমবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। 

যবিপ্রবি ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ২য় পেশাগত বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থীগণ অনুষ্ঠানে ক্লিনিক্যাল কেস উপস্থাপনা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতেলের তত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান। সভায় যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সকল ফ্যাকাল্টি, ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন এর ফ্যাকাল্টি এবং যবিপ্রবি ফিজিওথেরাপি বিভাগের সকল ফ্যাকাল্টি মতবিনিময় করেন।

সভায় স্বনামধন্য অর্থোপেডিক সার্জন ও যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এইচ এম আব্দুর রউফ এবং যবিপ্রবি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান (পিএইচডি শিক্ষাছুটি) সহকারী অধ্যাপক মো. ফিরোজ কবীর বিশেষ বক্তব্য প্রদান করেন।

সেমিনারে যবিপ্রবি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রমে যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগ ও ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।


আরও দেখুন: