‘ডেঙ্গু মোকাবিলায় সরকার আন্তরিক’
থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও কিছু মৃত্যুতে তারা ব্যথিত বলে জানান।
সোমবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তাজুল ইসলাম বলেন, এ বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বাড়ানোর সঙ্গে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইন অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।