মশা মারার কাজ তো স্বাস্থ্যখাতের নয় : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
2022-10-20 19:26:52
মশা মারার কাজ তো স্বাস্থ্যখাতের নয় : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর শিশু হাসপাতালে ‘আবুল হোসেন রেসপাইরেটরি ও নিউমোনিয়া রিসার্চ সেন্টার’- এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জা‌হিদ মা‌লেক

মশা মারার কাজ তো স্বাস্থ্যখাতের নয়। এই দায়িত্ব সিটি কর‌পোরেশন ও পৌরসভার। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর শিশু হাসপাতালে ‘আবুল হোসেন রেসপাইরেটরি ও নিউমোনিয়া রিসার্চ সেন্টার’- এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জা‌হিদ মা‌লেক এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী জানান, মশা মারার গুরুত্ব তুলে ধরে সিটি কর‌পোরেশন ও পৌরসভার প্রতিনিধিদের তাগিদ দেওয়া হয়েছে। এখন মশা কমলে ডেঙ্গুরোগীও কমে যাবে। আর হাসপাতালে রোগীর চাপও কমে যাবে।

জাহিদ মালেক বলেন, দেশে প্রতি‌দিনই ডেঙ্গুরোগী বাড়‌ছে। এদের চি‌কিৎসাসেবা দি‌তে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে ডেঙ্গুরোগী‌দের জন্য ঢাকা নর্থ সিটি কর‌পোরেশন হাসপাতাল, বিএসএমএমইউ’র নতুন হাসপাতাল ইউনিট এবং লালকুঠি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমিরুল মোর্শেদ, অর্থদাতা আবুল হোসেন, অর্থদাতা অধ্যাপক রুহুল আমীন, ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর প্রমুখ।

উল্লেখ্য, রিসার্স সেন্টারটি করতে অর্থদাতা আবুল হোসেন এক কোটি টাকা এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. রুহুল আমীন ২০ লাখ টাকা সরকারের কোষাগারে অর্থ অনুদান প্রদান করেন। 


আরও দেখুন: