রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট শিথিল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন শিথিল করেছে ইন্টার্ন চিকিৎসকেরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় ডক্টর টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল ভাংচুর ও চিকিৎসকদের ওপর হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন তিনি।
হাসপাতাল পরিচালকের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক- বৃহস্পতিবার বিকেল থেকেই জরুরী বিভাগের কাজে যোগ দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। সেইসাথে আগামীকাল সকালের মধ্যে সবাইকে কাজে যোগ দিতে বলেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
ডক্টর টিভিকে ডা. ইমরান হোসেন আরও জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার না করলে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে কঠোর কর্মসূচি দেবেন ইন্টার্ন চিকিৎসকেরা।
প্রসঙ্গত : হলের বারান্দা থেকে নিচে পড়ে শাহরিয়ার নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। বুধবার রাত ৮টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় রামেক হাসপাতালে নেওয়া হয়। এর পরই তিনি মারা যান।
নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।
এ ঘটনায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামেক হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ভাঙচুর চালায়।