দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্স সফরে দেশি-বিদেশী প্রতিনিধি দল
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবম যৌথ মনিটরিং মিশনের দেশি-বিদেশী পর্যবেক্ষক
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সফর করলেন দেশি-বিদেশী প্রতিনিধি দল। বুধবার ১৯ অক্টোবর দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবম যৌথ মনিটরিং মিশনের দেশি-বিদেশী পর্যবেক্ষক বৃন্দ জাতীয় যক্ষা কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেন।
পরিদর্শক দলে ছিলেন Dr.Wayne (Stop TB partnership), Prof.Dr.Rupak Singha (WHO Consultant), Dr. Gyongyver Jakab (The Global Fund), Dr.Raj Mohan (USAID Consultant), Mr.Ismail Ramzy (WHO), Dr. Md. Khurshid Alam (Line Director-TB-ASP),Mr. Abu Raihan(Deputy Secretary), Dr.Pronab Modak (NTP), Dr.Rupali Sisir (NTP), Dr.Sabera (WHO), Dr. Akramul Islam (Brac), Dr.Himangshu Lal (Director Health, Sylhet), Dr.S M Shahrear (Civil Surgeon, Sylhet).
এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মঈনুল আহসান (UH&FPO), ডাঃ রুবাইয়া আহমদ (RMO), ডাঃ সাজ্জাদ (Consultant), ডাঃ রিজওয়ানা (Consultant), সালমান (MO-DC), সহ হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ, নার্সিং সুপারভাইজার শিপা বেগম, নার্সিং ইনর্চাজ রোকেয়া সহ অন্যান্য নার্সিং কর্মকর্তাবৃন্দ, হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, Heed BD এর কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকারীরা হাসপাতালের DOTs Corner, Gene X-pert room, X-ray room, IMCI Corner, NCD Corner, EPI Corner, Outdoor Service, Store, Pharmacy এর কার্যক্রমসমূহ ঘুরে দেখেন এবং বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করেন।