ঢাকা উত্তরে এডিস নিধনে বিশেষ অভিযান

ডক্টর টিভি রিপোর্ট
2022-10-19 14:09:10
ঢাকা উত্তরে এডিস নিধনে বিশেষ অভিযান

নগরের প্রত্যেকে সচেতন হলে এ মশা নিয়ন্ত্রণ সম্ভব হবে

এডিস মশা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় মগবাজার চৌরাস্তায় এ অভিযান উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।

অনুষ্ঠানে এডিস মশার প্রজনন ধ্বংসে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া অভিযান শুরুর আগে শোভাযাত্রা করে এডিস মশা নিধনে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সেলিম রেজা বলেন, এডিস মশা পরিত্যক্ত পাত্রে তথা চিপসের প্যাকেট, ডাবের খোসা, ছাদ বাগান, ফুলের টবে জমে থাকা পানিতে হয়। নগরের প্রত্যেকে সচেতন হলে এ মশা নিয়ন্ত্রণ সম্ভব হবে। পাশাপাশি সিটি করপোরেশন তার নিজস্ব কার্যক্রম চালিয়ে যাবে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আরও দেখুন: