কিডনি প্রতিস্থাপনে নতুন মাইলফলকের সামনে ডা. কামরুল

অনলাইন ডেস্ক
2022-10-18 11:55:23
কিডনি প্রতিস্থাপনে নতুন মাইলফলকের সামনে ডা. কামরুল

প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম

এবার ১ হাজার ২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম। সোমবার (১৭ অক্টোবর) ডা. কামরুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। সূত্র : চ্যানেল ২৪। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস (সিকেডি) অ্যান্ড ইউরোলজি হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে এই কীর্তি গড়বেন তিনি। 

গণমাধ্যমকে অধ্যাপক ডা. কামরুল ইসলাম বলেন, আমরা মঙ্গলবার ১২শতম কিডনি প্রতিস্থাপন করতে যাচ্ছি। এটা আমার জন্য গৌরবের। আমার জন্য দোয়া করবেন যেন আমৃত্যু মানুষের সেবায় কাজ করে যেতে পারি।

অধ্যাপক ডা. কামরুল ইসলাম, এমবিবিএস (ডিএমসি), এফসিপিএস (সার্জারি), এফআরসিএস (এডিন), এমএস (ইউরোলজি)। স্বাধীনতা যুদ্ধে শহীদ পাকশী ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের কৃষিবিদ বাবা আমিনুল ইসলামের চার ছেলের মধ্যে দ্বিতীয় ডা. কামরুল। তিনি পাকশীর চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ১৯৮০ সালে এসএসসিতে মেধা তালিকায় ১৫তম স্থান অর্জন করেন। এরপর ঢাকা কলেজে ভর্তি হন। এইচএসসি পরীক্ষাতেও ১০ম স্থান অর্জন করেন। ১৯৮২ সালে তখনকার আটটি মেডিকেল কলেজের সমন্বিত ভর্তি পরীক্ষায় প্রথম হন। তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে ৪০তম ব্যাচের শিক্ষার্থী।

১৯৯৩ সালে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন। ২০০৭ সালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) শুরু করেন। পরে সরকারি হাসপাতালে কাজের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ২০১১ সালে চাকরি থেকে ইস্তফা দেন।

এ সময় শ্যামলীতে স্বল্পমূল্যে কিডনি রোগীদের সেবা দিতে নিজস্ব ব্যবস্থাপনায় কিডনি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। নাম দেন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি বা সংক্ষেপে সিকেডি অ্যান্ড ইউরোলজি। তিনি ৩ কন্যা সন্তানের জনক।


আরও দেখুন: