ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ডা আসাদ শিকদার

অনলাইন ডেস্ক
2022-10-16 21:35:55
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ডা আসাদ শিকদার

ডা. আসাদ শিকদার

জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের ফেইজ বি রেসিডেন্ট ডা. আসাদ শিকদার রোববার রাত ৮টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডেঙ্গু ও এনসেফালাইটিস এ আক্রান্ত ছিলেন। 

ডা. আসাদের মৃত্যুতে শোক জানিয়েছে টিম বিডিএফ। ডা. আসাদ শিকদার ডেঙ্গি আক্রান্ত দ্বিতীয় চিকিৎসক বলে উল্লেখ করেছে সংগঠনটি। 

প্রয়াত ডা. আসাদ শিকদার এমবিবিএস পাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,  ফরিদপুর থেকে (১৬ তম ব্যাচ)। এরপর কিছুদিন নিজ জেলা মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ৩৩ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারী চাকুরিতে যোগদান করেন। 

ডা. আসাদের স্ত্রীও একজন চিকিৎসক। তাদের ১০ মাস বয়সী সন্তান রয়েছে। 

এদিকে, ডা. আসাদ শিকদারের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ তাঁর স্বজন ও পরিচিত জনেরা। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আল মামুন লিখেছেন, ‘বিশ্বাস করতে পারছি না, বড় ভাই ডা.আসাদ শিকদার মারা গেছেন। সাসপেক্টেড ডেঙ্গু। ভাই আমার ফরিদপুর মেডিকেলের ১৬ তম ব্যাচের, মানিকগঞ্জ বাসা, ৩৩ তম বিসিএস, মাত্র ৪ ব্যাচ সিনিওর ভাই। অনেক দিন ধরে মানিকগঞ্জ পোস্টিং ছিল।
আল্লাহ ভাইকে জান্নাতবাসী করুন।
জীবন এতো ছোট। এই মৃত্যু মেনে নেয়ার কোন ওয়ে পাচ্ছি না।
সত্যিই বিশ্বাস হচ্ছে না।’


আরও দেখুন: