ফুসফুস ট্রান্সপ্ল্যান্টের উদ্যোগ নেবে বিএসএমএমইউ

অনলাইন ডেস্ক
2022-10-15 19:46:25
ফুসফুস ট্রান্সপ্ল্যান্টের উদ্যোগ নেবে বিএসএমএমইউ

বিএসএমএমইউয়ে বিশ্ব ফুসফুস দিবস পালিত

ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যাডাভেরিক লাং (ফুসফুস) ট্রান্সপ্ল্যান্টের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগে স্লিপ এ্যাপনিয়া রোগের পরীক্ষা করা হয়। সচেতনতার জন্য এ তথ্য সব মানুষকে জানাতে বলেছেন তিনি। 

বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) আয়োজিত গোল টেবিল বৈঠকে উপচার্য এ কথা বলেন। এরআগে, সকাল সাড়ে ৯টায় ডি ব্লক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সি-ব্লক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে শেষ হয়। পরে সি-ব্লকের সামনে পরিবেশ রক্ষাকারী বৃক্ষরোপণ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে রেসপিরেটরি মেডিসিন বিভাগ আয়োজিত ঐ গোল টেবিল বৈঠকে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সারসহ নানা ধরনের রোগের সৃষ্টি হয়। ধূমপান বন্ধে তামাক নিয়ন্ত্রণ আইন পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে যে, ‘ধূমপান করব না, নিয়মিত শরীর চর্চা করব।

তিনি বলেন, সুস্থ ফুসফুসের জন্য বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন। পর্যাপ্ত বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। এজন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়কে এ বিষয়ে আরো বেশী তৎপর হতে হবে। ফুসফুসের রোগ বিষয়ে গবেষণা কার্যক্রম জোরদার করতে হবে। এজন্য এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষত জনগণের স্বাস্থ্যসেবায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের স্বার্থে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, বর্তমানে দেশের স্বাস্থ্যখাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উল্লেখযোগ্য সফলতা লাভ করেছে। তবে বঙ্গবন্ধুই স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের ভিত্তি গড়ে গেছেন।

তিনি বলেন, জীবনের জন্য সুস্থ ফুসফুস কতটা জরুরি তা করোনা মহামারী বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে। ধূমপান শুধু ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে না, শরীরের সর্বাংশেই রোগের সৃষ্টি করে। তাই অবশ্যই ধূমপান পরিহার করতে হবে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ফুসফুসের রোগ প্রতিরোধে ধূমপান পরিহার, বায়ুদূষণ প্রতিরোধ এবং সুস্থ, সুন্দর, নির্মল পরিবেশ নিশ্চিত করতে হবে। ফুসফুসের রোগ নির্মূলে বা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসক নির্দেশিত ওষুধের কোর্স সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক ) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিকের ডিন অধ্যাপক ডা. শিরিন তরপদার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হৃদরোগ বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক ডা. মোঃ হারিসুল হক, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম সালেক, বক্ষব্যধি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সম্প্রীতি ইসলাম, বিশিষ্ট গবেষক সাংবাদিক সুভাষ সিংহ রায়, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার রাশেদ রাব্বী প্রমুখ।


আরও দেখুন: