আল্ট্রাসনোগ্রাম মেশিন পেল সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অনলাইন ডেস্ক
2022-10-15 19:22:10
আল্ট্রাসনোগ্রাম মেশিন পেল সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাম মেশিন পেল নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবায় নতুনভাবে যুক্ত হলো অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাম মেশিন। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন। 

তিনি জানান, এখন থেকে প্রতিদিন সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা এই সেবা নিতে পারবেন। 

 এ বিষয়ে নিজ ফেসবুক টাইম লাইনে লিখেছেন সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমীন। ডক্টর টিভির পাঠকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হলো। 

‘‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! 'Mindray 4D' আল্ট্রাসনোগ্রাম মেশিন!!

সাপাহার উপজেলাবাসীর জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই মুহুর্তের সবচেয়ে বড় উপহার। আজ আনুষ্ঠানিকভাবে চালু হলো এটি। ভালো রেজ্যুলুশনের একটি স্মার্ট আল্ট্রাসনোগ্রাম মেশিন আমাদের স্বপ্ন ছিল, আজ থেকে তা বাস্তব। এখন থেকে প্রতিদিন সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা নেয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের 'Upazila Health Care' প্রোগ্রাম প্রতিনিয়ত নিত্যনতুন ও অত্যাধুনিক লজিস্টিকস এর যোগান দিয়ে উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাকে ঋদ্ধ করে চলেছে। ফলশ্রুতিতে দেশের স্বাস্থ্যব্যবস্থার সুফল ক্রমশই হয়ে উঠেছে সার্বজনীন। সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স তারই সুন্দর দৃষ্টান্ত।

যাঁদের ঐকান্তিক আন্তরিকতায় আমাদের প্রাপ্তি..
ডাঃ রিজোয়ানুর রহমান স্যার, লাইন ডাইরেক্টর, UHC,DGHS
ডাঃ হাসিবুর রহমান ভুইয়া স্যার,
উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার, প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিক্স,UHC. DGHS.
ডাঃ উম্মে হানী,
ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, Supervision,Monitoring & MIS, UHC, DGHS.
আপনাদের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।’’


আরও দেখুন: