ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
অনলাইন ডেস্ক
2022-10-13 19:24:20
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ ৮ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে ৭৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৭ জন। দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৯৫ জনে। এ পর্যন্ত মারা গেছে ৮৩ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২০ হাজার ৫০৪ জন।