উচ্চতর স্কেল পেলেন পরিবার পরিকল্পনার ১০ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
2022-10-13 18:16:26
উচ্চতর স্কেল পেলেন পরিবার পরিকল্পনার ১০ কর্মকর্তা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

উচ্চতর স্কেলে পদায়ন পেলেন পরিবার পরিকল্পনার ১০ জন কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত ১০ জন কর্মকর্তার অনুকূলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ অনুযায়ী তাঁহাদের নামের পার্শ্বে বর্ণিত তারিখ হতে সিলেকশন গ্রেড এবং প্রথম টাইমস্কেল (উচ্চতর স্কেল) বর্ণিত শর্তে মঞ্জুর করা হলো।’

‘রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।


আরও দেখুন: