পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির নতুন কার্যকরী কমিটি গঠন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির নতুন কার্যকরী কমিটি গঠন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ডা. প্রদীপ কুমার দেবনাথ। সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ডা. লাবুদা সুলতানা।
বুধবার (১২ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ডেন্টাল ক্লাশরুমে উপস্থিত পেডিয়াট্রিক ডেন্টিস্টদের সর্বসম্মতিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির সহ-সভাপতি করা হয়েছে দুজনকে। এরা হলেন : প্রফেসর ডা. মো: আফজাল হোসাইন বাচ্চু ও প্রফেসর ডা. মো: শাহেদ আহসান।
কমিটির জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন দুইজন। তারা হলেন : শহিদুল ইসলাম ও ডা. নাজিয়া মেহনাজ জ্যোতি। ট্রেজারার থাকছেন লেফটেন্যান্ট কর্নেল ডা. মাহবুবা শিরিন।
অর্গানাইজিং সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ডা. মহিউদ্দিন মাহমুদ গালিব।
এছাড়াও প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি ডা. খাদেম নেয়ামুল কবির, অ্যাসিস্ট্যান্ট প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি মেজর ডা. আহসানুল বারি।
অফিস সেক্রেটারি ডা. মো: জাহিদ হোসাইন, অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারি ডা. দিলারা জাহান মিতু।
সায়েন্টিফিক সেক্রেটারি ডা. সাগুফতা ইয়াজদী, অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মনিরা শারমিন আশা।
সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ডা. দেবারতি ভট্টাচার্য্য দোলা, অ্যাসিস্ট্যান্ট সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মেজর ডা. তৌহিদুর রহমান।
কালচারাল সেক্রেটারি ডা. তানিয়া আক্তার মুন্নি, অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি ডা. ইশরাত জাহান।
এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ডা. মো: আতিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ডা. ফাহমিদা সিদ্দিকা।
পাবলিক রিলেশান সেক্রেটারি ডা. আফরোজা হক, অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশান সেক্রেটারি ডা. শাম্মী আক্তার।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সেক্রেটারি ডা. সাদিয়া আফরিন আনিকা, অ্যাসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সেক্রেটারি ডা. তানজিলা ফেরদৌস।
সদস্য করা হয়েছে ১৩ জন পেডিয়াট্রিক ডেন্টিস্টকে। তারা হলেন-
প্রফেসর ডা. জেবুন নেসা, ডা. শামসুন নাহার, ডা. সাওসান বিনতে রব, ডা. সারজানা ইয়াসমিন, ডা. মো: সাইফুল হাসান সাকিব, ডা. সুমাইয়া বিনতে কামাল, ডা. কে এম নাদিম, ডা. সুদীপ মজুমদার, ডা. সোমা সাহা, ডা. সুমাইয়া শারমিন নিশিতা, ডা. আরিফুল মাওলা সোহেল, ডা. মোহাম্মদ সাঈদ হাসান ও ডা. তানভীর হাসান।