২৮২ চিকিৎসককে চতুর্থ গ্রেডে পদায়ন

ডক্টর টিভি রিপোর্ট
2022-10-11 14:39:18
২৮২ চিকিৎসককে চতুর্থ গ্রেডে পদায়ন

চিকিৎসক

বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত ২৮২ জনকে চতুর্থ গ্রেডে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২৮২ চিকিৎসক কর্মকর্তাকে উচ্চতর গ্রেড চতুর্থ মঞ্জুর করা হলো। চিকিৎসকরা অর্থ বিভাগের সবশেষ নির্দেশনা অনুযায়ী আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। এত বিষয়ে ভবিষ্যতে উচ্চ আদালতে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে বা কোনো প্রকার অডিট আপত্তি কিংবা অর্থ বিভাগের কোনো আদেশ হলে উচ্চতর স্কেল গ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকতারা অতিরিক্ত উত্তোলিত বা আহরিত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে বাধ্য থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন...


আরও দেখুন: