পাবনা সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক
পাবনা সদর হাসপাতাল থেকে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
পাবনা সদর হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দালালিতে অভিযুক্তদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ সোমবার (১০ অক্টোবর) সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন।
অভিযুক্ত দালালদের মধ্যে- ইমন বিশ্বাস (৩৫) পিতা- মোঃ সেলিম বিশ্বাস, সাং- শালগাড়ীয়া, থানা ও জেলা-পাবনাকে ২০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
মোঃ সুমন (৩৬), পিতাঃ মোঃ শহিদুল্লাহ, সাং- সিংগা গাংকোলা, থানা ও জেলা-পাবনাকে ১ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
মোঃ কালু প্রাং (৩৭), পিতাঃ মোঃ এজেম আলী, সাং- গাছপাড়া, থানা ও জেলাঃ পাবনাকে ২০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
মোঃ আজাদ (৪২), পিতাঃ মোঃ কামাল হোসেন, সাং আরামবাড়ীয়া, থানাঃ ঈশ্বরদী ,জেলাঃ পাবনাকে ১৫ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
মোছাঃ রেবা খাতুন (২৬), স্বামীঃ মোঃ একরামুল, সাং- সর্দারপাড়া, থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
মোছাঃ নাদিরা খাতুন (২৭), স্বামীঃ মোঃ রবি, সাং-নূরপুর, থানা ও জেলা-পাবনাকে ৫ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
মোছাঃ বিউটি খাতুন (২৯), স্বামীঃ মৃত জয় মিয়া, সাং- নূরপুর, থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
মোছাঃ শ্যামলী খাতুন (৩৫), স্বামীঃ আনোয়ার হোসেন, সাং- দরিভাও ডাঙ্গা, থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
মোছাঃ শেলী খাতুন (৪৮), স্বামীঃ মোঃ রতন, সাং-নূরপুর, থানা ও জেলাঃ পাবনাকে ৫ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানিয়েছেন, পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসির নির্দেশনা মোতাবেক দালাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।