নিপসমে ডেন্টালের নতুন পদ সৃজন
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম)
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) জনস্বাস্থ্য ডেন্টিস্ট্রি বিভাগে সহকারী অধ্যাপক ও লেকচারার পদ সৃজন করা হয়েছে। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে ডেন্টাল ভিত্তিক গবেষণা ও ডেন্টাল জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরির নতুন দুয়ার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, নিপসমে বর্তমানে ৯ টি বিষয়ে মাস্টার্স ইন পাবলিক হেলথ কোর্সটি চলমান রয়েছে৷ সেগুলো হলো –
১. হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট এন্ড পলিসি,
২. হসপিটাল ম্যানেজমেন্ট,
৩. কমিউনিটি মেডিসিন,
৪. ইপিডেমিওলজি.
৫. রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ,
৬. হেলথ প্রোমোশন এন্ড হেলথ এডুকেশন,
৭. রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ,
৮. অকুপেশনাল এন্ড ইনভায়রনমেন্টাল হেলথ,
৯) নন-কমিউনিক্যাবল ডিজেজ।