চীনের অনুরোধেও টিকার প্রযুক্তি হস্তান্তর করেনি মডার্না

অনলাইন ডেস্ক
2022-10-02 22:45:39
চীনের অনুরোধেও টিকার প্রযুক্তি হস্তান্তর করেনি মডার্না

মডর্নার করোনা ভ্যাকসিন

মডার্নার কাছ থেকে কভিড টিকার মূল প্রযুক্তি চেয়েছিল চীন। কিন্তু তাতে সাড়া দেয়নি মডার্না। এর জেরে কেমব্রিজ, ম্যাসাচুসেটস-ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির কাছ থেকে টিকা কিনতে রাজি হয়নি সমাজতান্ত্রিক দেশটি। আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সূত্র ধরে শনিবার খবরটি প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।

ওদিকে, বাণিজ্যিক ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এমআরএনএ-ভিত্তিক টিকার প্রস্তুত প্রণালি চীনকে হস্তান্তর করেনি বলে ওই প্রতিবেদনে দাবি করেছে মডার্না। 

সূত্রটি বলছে, ২০২০ সাল থেকে ২০২১ সালের মধ্যে এই আলোচনা হয়েছিল। তবে মডার্না এখনো চীনের কাছে টিকা বিক্রি করতে আগ্রহী।

গত সেপ্টেম্বরে মডার্নার চিফ মেডিকেল অফিসার পল বার্টন বলেছিলেন, তারা চীনে এমআরএনএ-ভিত্তিক টিকা সরবরাহ করতে আগ্রহী।

এ বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টিকা প্রস্তুতকারকরা।

চীন কোনো বিদেশী কভিড টিকার অনুমোদন দেয়নি এখনো। তারা নিজস্ব টিকার মাধ্যমে ভাইরাসটি প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আরও দেখুন: