ভুয়া ডাক্তার আটক ও জরিমানা করেছে পেকুয়া স্বাস্থ্য বিভাগ

অনলাইন ডেস্ক
2022-09-30 12:19:51
ভুয়া ডাক্তার আটক ও জরিমানা করেছে পেকুয়া স্বাস্থ্য বিভাগ

মোবাইল কোর্টের মাধ্যমে ভুয়া ডাক্তার আটক ও জরিমানা করেছে কক্সবাজারের পেকুয়া স্বাস্থ্য বিভাগ

অননুমোদিতভাবে ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসাদানকারী কিছু পল্লী চিকিৎসককে আটক করে জরিমানা করেছে কক্সবাজারের পেকুয়া স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মহিউদ্দীন মাজেদ চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ডাক্তার পদবী ব্যবহারকারী পল্লী চিকিৎসকদেরকে চেম্বার থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ইউএনও এর মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পুনরায় ধরা পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করেন ইউএইচএফপিও ডা. মহিউদ্দীন মাজেদ চৌধুরী।

এছাড়া মোবাইল কোর্ট চলাকালীন অনেক পল্লী চিকিৎসক তাদের চেম্বার বন্ধ করে পালিয়ে যান।

পর্যায়ক্রমে সারা দেশে এমন অভিযান নিয়মিত পরিচালনা করলে জনসচেতনা তৈরী হবে বলে মনে করেন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. মো. শাহেদ রফি পাভেল। 


আরও দেখুন: