জাপান সরকারের সম্মাননা পেলেন বাংলাদেশি চিকিৎসক

অনলাইন ডেস্ক
2022-09-30 00:30:08
জাপান সরকারের সম্মাননা পেলেন বাংলাদেশি চিকিৎসক

জাপানের ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পেলেন ইয়ামাগাতা-ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এখলাসুর রহমান

চিকিৎসা খাতে জাপান-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখার জন্য জাপান সরকারের দেয়া ‘দ্য অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেইস’ সম্মাননা পেলেন ইয়ামাগাতা-ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এখলাসুর রহমান। ঢাকাস্থ জাপান দূতাবাসে  বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মাননা তুলে দেওয়া হয়। 

ডা. এখলাসের সম্মাননা প্রাপ্তির তথ্য ডক্টর টিভিকে নিশ্চিত করেছেন তাঁর সহপাঠী ও জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। 

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (এম-১৯ ব্যাচ) ডিগ্রি লাভের পর উচ্চশিক্ষায় জাপান চলে যান ডা. এখলাসুর রহমান। সেখানে ইয়ামাগাতা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিন থেকে অর্থপেডিক্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর পর জাপানের বিভিন্ন হাসপাতালে কাজ করেন ডা. এখলাস। এ সময় চিকিৎসার জাপানি ধরণ স্বদেশে চালুর বিষয়ে উদ্বুদ্ধ হন। 

দেশে ফিরে ইয়ামাগাতা-ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠা করেন তিনি। সেখানে বাংলাদেশি অনেক তরুণ চিকিৎসককে প্রশিক্ষণ দেন ডা. এখলাস।

বাংলাদেশে অবস্থানরত জাপানিদের চিকিৎসা দেওয়ায় ডা. এখলাসের হৃদ্যতার প্রশংসা করেছে জাপানি দূতাবাস।


আরও দেখুন: