মনোরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক সম্মেলন শুরু
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর উদ্যোগে মনোরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে মনোরোগ বিশেষজ্ঞদের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউয়ের ৫তলার নীলগিরি হলে ভার্চুয়াল সেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।
উদ্বোধনী সেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আফজাল জাভেদ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
এর আগে দুপুর ১২টায় আগত অতিথিদের রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর অতিথিদের খাবারের আয়োজন হয় হোটেলের মেজবান হলে।
দুইদিন ব্যাপী এই কনফারেন্সে দেশ-বিদেশের কয়েক শতাধিক মনোরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। এসময় বৈজ্ঞানিক সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা, গবেষণা উপস্থাপনা ছাড়াও দুটি মানসিক রোগ এর চিকিৎসা নির্দেশিকা উন্মুক্ত করা হবে।