প্রধানমন্ত্রীর জন্মদিনে অঙ্গদানে ১০ ব্যক্তির অঙ্গীকার

ডক্টর টিভি রিপোর্ট
2022-09-29 15:05:04
প্রধানমন্ত্রীর জন্মদিনে অঙ্গদানে ১০ ব্যক্তির অঙ্গীকার

রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবনদীপ’ আয়োজিত অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ১০ ব্যক্তি মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) জেলার রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবনদীপ’ আয়োজিত অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী।

মরণোত্তর অঙ্গ ও দেহদানে যারা অঙ্গীকারনামা দিয়েছেন, তাদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। অঙ্গীকারকারী অন্যরা হলেন লীলা মজুমদার, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, মুক্তিযুদ্ধের শব্দসৈনিক কৃষ্ণা সাহা, শোভা রানী বিশ্বাস, সোহেল আহম্মেদ ভূঁইয়া, কানু দেবনাথ, সাগরীকা মজুমদার, হেপী রানী সাহা ও শিখা চক্রবর্তী।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান বলেন, আমরা শুধু এখন নিজেকেই নিয়ে বেশি চিন্তা করি, অন্যকে নিয়ে চিন্তা করি না। আজ যারা এ মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করলেন, তারা অপরের কথা চিন্তা করেন। এ জন্য তারা নিজের প্রিয় জিনিসগুলো দান করেছেন।

জীবনদীপের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক পিপি জহিরুল ইসলাম চৌধুরী, জিপি আব্দুর রহমান, সাবেক সভাপতি সেলিম আকবর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর সাইয়েদুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য দেন।


আরও দেখুন: