জাতীয় বেতন স্কেলের ৩য় গ্রেডে পদোন্নতি পেলেন স্বাস্থ্য বিভাগের ২৫ কর্মকর্তা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বাস্থ্য বিভাগের ২৫ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেলের ৩য় গ্রেডে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যারা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত আছেন তারা নিয়মিত পরিচালক হিসেবে বহাল থাকবেন। পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত পূর্ব পদের দায়িত্ব পালন করবেন।
পদোন্নতি পেলেন যারা :
১. ডা. তপন কান্তি সরকার, পরিচালক (চলতি দায়িত্ব), শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর।
২. ডা. মো: হাবিবুল আহসান তালুকদার, পরিচালক স্বাস্থ্য, (চলতি দায়িত্ব) রাজশাহী বিভাগ।
৩. ডা. এস এম মুস্তাফিজুর রহমান, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, লাইন ডাইরেক্টর (এনএনএস)।
৪. ডা. মো: হাবিবুর রহমান, পরিচালক (চলতি দায়িত্ব), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ।
৫. ডা. আবু মো; জাকিরুল ইসলাম, পরিচালক স্বাস্থ্য (চলতি দায়িত্ব), রংপুর বিভাগ।
৬. ডা. ফারহানা হক, অধ্যক্ষ (উপ-পরিচালক সমমান), আইএইচটি, রাজশাহী।
৭. ডা. কাজী হেফায়েত হোসেন, উপ-পরিচালক (ওএসডি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
৮. ডা. মো: আমিনুল ইসলাম, উপ-পরিচালক (ওএসডি) স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা, প্রকল্প পরিচালক, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্প।
৯. ডা. মো: ফরিদ হোসেন মিঞা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব), ঢাকা বিভাগ, ঢাকা।
১০. ডা. শাহ মোহাম্মদ জসিম উদ্দিন, পরিচালক (চলতি দায়িত্ব), ন্যাশনাল এইডস এন্ড কন্ট্রোল (এনএএসসি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
১১. ডা. মো: মহিউদ্দিন, পরিচালক (চলতি দায়িত্ব), কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।
১২. ডা. মো: শাহীন হুমায়ুন খান, পরিচালক (চলতি দায়িত্ব) স্বাস্থ্য বিভাগ, বরিশাল।
১৩. ডা. মো: হাবিব উল করিম, অধ্যক্ষ ম্যাটস, নোয়াখালী।
১৪. ডা. তানভীর আহমেদ চৌধুরী, অধ্যক্ষ (চলতি দায়িত্ব), আইএইচটি, ঝিনাইদহ।
১৫. ডা. মোহাম্মদ ইউনুস আলী, উপ-পরিচালক (লেপ্রোসী), এমবিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
১৬. ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, অধ্যক্ষ ম্যাটস, কুমিল্লা।
১৭. ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, উপ-পরিচালক (পিএন্ডসি), সিএমএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
১৮. ডা. মো: সাইদুজ্জামান, পরিচালক (চলতি দায়িত্ব), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কলেজ হাসপাতাল।
১৯. ডা. ফরিদা ইয়াসমিন, উপ-পরিচালক (অর্থ), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
২০. ডা. এইচ এম সাইফুল ইসলাম, পরিচালক (চলতি দায়িত্ব), শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
২১. ডা. মো: আবু জাহের, ওএসডি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ও লাইন ডাইরেক্টর, অলটারনেটিভ মেকেল কেয়ার।
২২. ডা. মো : শাহ আলম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, (সিএসও), (ইপিডেমিওলজি), চলতি দায়িত্ব, আইইডিসিআর, মহাখালী, ঢাকা।
২৩. ডা. মো: খলিলুর রহমান, পরিচালক (চলতি দায়িত্ব), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কলেজ হাসপাতাল।
২৪. ডা. শীতল চৌধুরী, উপ-পরিচালক, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
২৫. ডা. তাহমিনা সুলতানা, পরিচালক (চলতি দায়িত্ব), (পিএসসি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী।