ডায়াবেটিসের সঙ্গে কিডনি ও হৃদরোগে বাড়ে মৃত্যুঝুঁকি

ডক্টর টিভি রিপোর্ট
2022-09-25 19:27:10
ডায়াবেটিসের সঙ্গে কিডনি ও হৃদরোগে বাড়ে মৃত্যুঝুঁকি

ভারতের প্রখ্যাত চিকিৎসক ও লেখক ডা. অশোক এল কিরপালানীর আগমন ঘিরে বৈজ্ঞানিক সেমিনার হয়

ডায়াবেটিসজনিত কিডনি ও হৃদরোগের যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থাপনার লক্ষ্যে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন এবং সোমবার (২৬ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিন্টোলে বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি এই সেমিনার আয়োজন করে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অব নেফ্রোলজি এবং ইন্ডিয়ান সোসাইটি অব হাইপারটেনশনের সাবেক সভাপতি ইমেরিটাস অধ্যাপক ডা. অশোক এল কিরপালানী। তিনি সেমিনারে কিডনি চিকিৎসার আধুনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক আলোচনা করেন।

ইউএসএফডিএ স্বীকৃত কিডনি রোগের চিকিৎসায় অনুমোদিত নতুন ওষুধ ‘ফিনেরেনোন’ সম্পর্কে সেমিনারে বিস্তারিত তুলে ধরা হয়। বিশ্বে ডায়াবেটিসজনিত কিডনি রোগের চিকিৎসা ব্যবস্থাপনায় ওষুধটি কার্যকর।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক অধ্যাপক ডা. শামীম আহমেদ। তিনি বাংলাদেশে কিডনি রোগের বর্তমান অবস্থা ও এর চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন দিক আলোচনা করেন।

ঢাকা ক্লাবের সেমিনারে বক্তব্য দেন- বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কে বি এম হাদিউজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেফ্রোলজি বিভাগের প্রধান অ্যধাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

আর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সেমিনারে বক্তব্য দেন- বাংলাদেশ অ্যান্ডেক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও বিএসএমএমইউর অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম, বারডেম হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. জাফর এ লতিফ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট এবং ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এসএম আশরাফুজ্জামান প্রমুখ।

বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা বলেন, ডায়াবেটিস বাংলাদেশের অন্যতম একটি স্বাস্থ্য সমস্যা। টাইপ-২ ডায়াবেটিস ক্রনিক কিডনি রোগের অন্যতম প্রধান কারণ, যা পরবর্তীতে রোগীর কিডনি ডায়ালাইসিস, কিডনি ফেইলর ও কিডনি ট্রান্সপ্লান্টের মতো ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যেতে পারে।

তারা বলেন, ডায়াবেটিসের সঙ্গে কিডনি ও হৃদরোগ ওতপ্রোতভাবে জড়িত। সমীক্ষায় দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিসের সঙ্গে কিডনি রোগে আক্রান্তদের হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি তিনগুণ বেশি থাকে, যা চিকিৎসক ও রোগীদের অন্যতম একটি উদ্বেগের কারণ। এই রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈজ্ঞানিক সেমিনারে উপস্থিত বাংলাদেশের প্রথিতযশা সব নেফ্রোলজিস্ট বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে পরিপূর্ণ ও সম্পূর্ণ আধুনিক কিডনি চিকিৎসাব্যবস্থা সবার কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি


আরও দেখুন: