প্রকৃত হিজড়া শনাক্তে ডাক্তারি পরীক্ষার সুপারিশ
প্রকৃত হিজড়া শনাক্ত করে আইডি কার্ড দেওয়া গেলে তাদের পুনর্বাসন করা সহজ হবে
ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া শনাক্তের সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে হিজড়া জনগোষ্ঠী ও মানবাধিকার কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকৃত হিজড়াদের পরিচয়পত্র দেওয়া, তাদের পুনর্বাসনসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, চা শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের গৃহের ডিজাইন ও বাজেট অনুসরণ করে গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও কার্যক্রম সম্প্রসারিত করার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য মো. শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত, শবনম জাহান ও কাজী কানিজ সুলতানা অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগদান করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের রাশেদ খান মেনন বলেন, হিজড়া না হয়েও অনেকেই হিজড়া সেজে রাস্তায় থাকছে। প্রকৃত হিজড়া শনাক্ত করে আইডি কার্ড দেওয়া গেলে তাদের পুনর্বাসন করা সহজ হবে।