ফার্মাসিউটিক্যালস ও টেস্টিং স্ট্যান্ডার্ড বিশেষজ্ঞদের মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
2022-09-21 11:03:32
ফার্মাসিউটিক্যালস ও টেস্টিং স্ট্যান্ডার্ড বিশেষজ্ঞদের মিলনমেলা অনুষ্ঠিত

ফার্মাসিউটিক্যালস কোম্পানির ল্যাবে কর্মরত কর্মকর্তাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘মিলি কিউ ল্যাব ওয়াটার কনক্লেভ’

দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির ল্যাবে কর্মরত কর্মকর্তাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘মিলি কিউ ল্যাব ওয়াটার কনক্লেভ’।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের বলরুমে এই মিলনমেলার আয়োজন করে স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় বৈজ্ঞানিক সরঞ্জাম উৎপাদনকারী জার্মানভিত্তিক প্রতিষ্ঠান মার্ক। 

ফার্মাসিউটিক্যালস ও টেস্টিং স্ট্যান্ডার্ড বিশেষজ্ঞদের মিলনমেলা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করলো জার্মানভিত্তিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি। 

অনুষ্ঠানে জানানো হয়, মার্ক বর্তমানে বিশ্বের ৭০টিরও দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যেখানে ৬০ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।


আরও দেখুন: