দিনাজপুর জেনারেল হাসপাতালে ফের আগুন, তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
2022-09-20 23:43:48
দিনাজপুর জেনারেল হাসপাতালে ফের আগুন, তদন্ত কমিটি গঠন

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টোররুমে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্টোররুমে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালের স্টোর রুম থেকে এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে বড় রকমের ক্ষতি হওয়ার আশঙ্কার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা।

দিনাজপুর সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস সহকারী পরিচালক মঞ্জিল আহমেদ জানান, সদর হাসপাতালের স্টোর রুমে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দিনাজপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে চলে আসেন। তারা আগুনের উৎপত্তিস্থলে পানির লাইন সংযুক্ত করেন। ফলে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা বলেন, হাসপাতালের স্টোর রুমে পরিত্যক্ত রোগীর বেডে কিছু যন্ত্রাংশ রাখা হয়েছে। সেখানে কে বা কারা জ্বলন্ত সিগারেটের অংশবিশেষ ফেলে দেওয়ার ফলে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সাত মাস আগেও এ স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানান তিনি।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।


আরও দেখুন: