ঢাকায় ওমিক্রনের নতুন ২ উপধরন শনাক্ত

অনলাইন ডেস্ক
2022-09-18 11:34:42
ঢাকায় ওমিক্রনের নতুন ২ উপধরন শনাক্ত

গত ২৩ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮টি জিনোম সিকোয়েন্স করা হয়

ঢাকায় করোনাভাইরাসের ওমিক্রনের নতুন দুই উপধরন শনাক্ত হয়েছে। গত কয়েক দিনে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য এ দুই উপধরন দায়ী বলে জানিয়েছে আইসিডিডিআর-বি।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে শনিবার এ তথ্য জানানো হয়েছে। নতুন আক্রান্তদের নমুনা পরীক্ষা পর্যবেক্ষণে এসব তথ্য জানা গেছে।

আইসিডিডিআর-বি বলছে, করোনা সংক্রমণের গতি-প্রকৃতি নির্ণয়ে গত ২৩ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩৮টি জিনোম সিকোয়েন্স করা হয়। এতে রাজধানী ঢাকায় ওমিক্রনের দুটি নতুন উপধরনের উপস্থিতি পাওয়া গেছে। জিনোম সিকোয়েন্সে ওমিক্রন ধরনগুলোর মধ্যে ২৬টি ওমিক্রন বিএ.৫ এবং ১২টি ওমিক্রন বিএ.২ উপধরন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে রাজধানীসহ সারা দেশে ওমিক্রনের বিএ.৫ উপধরন সবচেয়ে বেশি প্রচলিত ছিল। তবে গত তিন সপ্তাহে তা বিএ.৫ থেকে বিএ.২-তে স্থানান্তরিত হয়েছে, যা একটি বড় পরিবর্তন। একই সময়ে বিএ.২.৭৫ (n=6) ও বিজে.১ (n=1) (যা মূলত বিএ.২ থেকে উৎপন্ন হয়েছে) নামে নতুন দুটি উপধরন পাওয়া গেছে।

একই চিত্র উঠে এসেছে ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইডিইএসএইচআই) এক প্রতিবেদনে। তারা ঢাকা শহরে ওমিক্রন বিএ.২.৭৫ ও বিজে.১ উভয় উপধরন শনাক্তের তথ্য দিয়েছে।


আরও দেখুন: