স্কুল-কলেজর সাপ্তাহিক ছুটি ২ দিন

ডক্টর টিভি রিপোর্ট
2022-08-22 16:33:05
স্কুল-কলেজর সাপ্তাহিক ছুটি ২ দিন

বাংলাদেশ সরকার

স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি একদিনের পরিবর্তে দু-দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দু-দিন এবং একই সাথে সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৬ মার্চের পর ৫৪৪ দিন বন্ধ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনার দাপট কিছুটা কমে এলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পায় শিক্ষার্থীরা।  


আরও দেখুন: