প্রথম বাংলাদেশি নিউরোলজিস্ট হিসেবে আমেরিকান ফেলোশিপ পেলেন ডা. নজরুল ইসলাম
ডক্টর টিভি রিপোর্ট
2022-08-20 15:01:09
অধ্যাপক নজরুল ইসলাম পার্ক ভিউ মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন
বাংলাদেশ থেকে প্রথম ও একমাত্র নিউরোলজিস্ট হিসেবে আমেরিকান একাডেমি ফেলোশিপ লাভ করেছেন অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
শনিবার (২০ আগস্ট) সিলেটের পার্ক ভিউ মেডিকেল কলেজের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। অধ্যাপক ডা. নজরুল ইসলাম এই মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আমেরিকান একাডেমি অব নিউরোলজি এমন একটি পেশাদারী সংগঠন, যেখানে বিশ্বের ৩৮ হাজার নিউরোলজিস্ট ও নিউরোসাইনটিস্ট যুক্ত আছেন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিনোসোটাতে। ১৯৪৮ সালে এটি প্রতিষ্ঠা করেন আব্রাহাম বার্ট বাকের।