নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকের পদায়ন নীতিমালায় শিথিল

ডক্টর টিভি রিপোর্ট
2022-08-16 21:42:34
নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকের পদায়ন নীতিমালায় শিথিল

বাংলাদেশ সরকার

বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকের পদায়ন নীতিমালায় দুই বছর চাকরি করার শর্ত শিথিল করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়,জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপযুক্ত বিষয় ও স্মারকের প্রেক্ষিতে প্রেষণ নীতিমালা ২ জানুয়ারী ২০২২ অনুযায়ী শুধুমাত্র ব্যাসিক সাইন্স/ প্যারাক্লিনিক্যাল বিষয় সমূহ যেমনঃ এনাটমি, ফিজিওলজী, ফার্মাকোলজী, প্যাথলজী, মাইক্রোবায়োলজী, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ভাইরোলজি, ল্যবরেটরী মেডিসিন এবং অনান্য বিষয় সমূহঃ এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন, ট্রান্সফিউশন মেডিসিন বিষয়ের ক্ষেত্রে বিসিএস সাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের পদায়ন নীতিমালা,২০২২ এর ২.২ মোতাবেক উপজেলা বা তদনিম্ন পর্যায়ে দুই বছর চাকরি করার শর্ত শিথিল করা হয়েছে।

⇔প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন…


আরও দেখুন: