১২ সিটির শিশুরা টিকা পাবে প্রথমে

ডক্টর টিভি রিপোর্ট
2022-08-10 15:08:44
১২ সিটির শিশুরা টিকা পাবে প্রথমে

টিকার প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন

করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ আগস্ট থেকে সারা দেশে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম। প্রথম দিকে দেশের ১২টি সিটি করপোরেশনে এই কার্যক্রম পরিচালিত হবে।

তবে এর আগে ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে রাজধানীতে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামীকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম বলেন, ৫ থেকে ১১ বছরের শিশুদের এই টিকা কার্যক্রম সারা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় হবে। টিকার প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন। এরপর দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) হবে প্রথম রাউন্ডের দুই মাস পর।

তিনি আরও বলেন, শিশুদের জন্য ফাইজারের বিশেষ ব্যবস্থায় তৈরি করা টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। আমাদের টিকা কর্মীরাও সারা দেশে প্রস্তুত রয়েছেন।


আরও দেখুন: