মারধরের শিকার ইন্টার্ন চিকিৎসকের জিডি
সাজ্জাদ ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী। আঘাতে তার কানের পর্দা ছিড়ে গেছে, কম শুনতে পাচ্ছেন
মারধরের শিকার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এ কে এম সাজ্জাদ হোসাইন রাজধানীর শাহবাগ থানায় জিডি করেছেন। একই সঙ্গে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সাজ্জাদ মঙ্গলবার (৯ আগস্ট) রাতে শাহবাগ থানায় জিডি করেন। আর বুধবার (১০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন।
গত সোমবার (৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মারধরের শিকার হন বলে অভিযোগ সাজ্জাদের। তাঁর ভাষ্য, মারধরকারী ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোগোসংবলিত টি-শার্ট পরা ছিলেন। তারা নিজেদের ঢাবির শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। চিনতে না পারায় জিডিতে কারও নাম উল্লেখ করেননি সাজ্জাদ।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন সাজ্জাদ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করতে হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
সাজ্জাদ ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী। আঘাতে তার কানের পর্দা ছিড়ে গেছে, কম শুনতে পাচ্ছেন। দাঁতের মাড়ি কেটে গেছে। ডান চোখে রক্ত জমাট বেঁধে আছে। নাকের সেপ্টাম ইনজুরড হয়েছে।