ডা. এনায়েতের বর্ণাঢ্য চিকিৎসা জীবন

ডক্টর টিভি রিপোর্ট
2022-08-10 13:05:03
ডা. এনায়েতের বর্ণাঢ্য চিকিৎসা জীবন

অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন

চাকরির বয়স শেষ হওয়ায় অবসর গ্রহণ করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। ৭ আগস্ট সরকারি চাকরি থেকে অবসরে যান তিনি।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরুকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ২৪ মার্চ গ্রেড-১ পদে পদোন্নতি পান অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। পরে ১৫ জুন তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়।

২০১৯ সালে নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৯ সালে অষ্টম বিসিএস ক্যাডারে নিয়োগ পান।

অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন মেডিকেল অফিসার ছিলেন। ২০০৩ সালে রংপুর মেডিকেল ও ২০০৭ সালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

২০১৫ সালে স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর (এনসিডিসি) হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। পরে অতিরিক্ত মহাপরিচালক (এজিডি) পদে দায়িত্বপ্রাপ্ত হন তিনি।

পদোন্নতির পর অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে গ্রেড-১ কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়।


আরও দেখুন: