এমবিবিএসে ২য় মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে
দ্বিতীয় দফায় মাইগ্রেশনের তালিকা প্রকাশ আগামী সপ্তাহে
সরকারি মেডিকেল কলেজসমূহে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে দ্বিতীয় দফায় মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব আজ মঙ্গলবার (২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৫ জুন প্রথম মাইগ্রেশনের মাধ্যমে অপেক্ষমাণ তালিকা হতে ৬০ জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে শূন্য আসনে ভর্তির জন্য মনোনীত করা হয়।
প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারি মেডিকেলে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয় ৮ মে, চলে ১৮ মে পর্যন্ত। গত ৫ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৭৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় । পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)। সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২৩৪৫ জন (৫৫.৪৪%)।
এর আগে গত ১ এপ্রিল সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক।