রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৩ মৃত্যু

ডক্টর টিভি রিপোর্ট
2022-07-23 15:03:01
রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৩ মৃত্যু

করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে এক নারী ও দুজন পুরুষ মারা গেছেন

করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনজন মারা গেছেন। শুক্রবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শনিবার (২৩ জুলাই) ভোর রাত সাড়ে ৪টার মধ্যে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

মৃতদের মধ্যে দুজন পুরুষ ও এক নারী। করোনার উপসর্গ ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তারা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ জানিয়েছেন। তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে এক নারী ও দুজন পুরুষ মারা গেছেন।

৫০ বছর বয়সী ওই নারী মারা গেছেন শনিবার ভোর সাড়ে ৪টার দিকে। এর প্রায় ঘণ্টা দুয়েক আগে মারা যান ৫২ বছর বয়সী এক পুরুষ। এছাড়া শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান ৬২ বছর বয়সী আরেক পুরুষ। তিনজনই উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।

এদিকে ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি নেই। বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি চারজন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও চারজন। ভর্তি অন্য তিনজন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়ে। করোনা শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ।


আরও দেখুন: