১ আগস্ট মেডিকেল নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু
১ আগস্ট থেকে এমবিবিএস ও বিডিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু
আগামী ১ আগস্ট থেকে এমবিবিএস ও বিডিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
রোববার (১৭ জুলাই) অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সমূহে ২০২১-২২ খ্রি. শিক্ষাবর্ষ এমবিবিএস বা বিডিএস কোর্সের ক্লাস আগামী ১ আগস্ট ২০২২ তারিখ শুরু করার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
এর আগে গত ১ এপ্রিল সারা দেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্টিত হয় এবং ৫ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এতে মোট ৭৯ হাজার ৩৩৭ পরীক্ষার্থী পাস করেছি। এবার সরকারি মেডিকেলে ৪ হাজার ২৩০ জন সুযোগ পেয়েছেন।
এছাড়া ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্টিত হয় এবং ২২ এপ্রিল রবিবার ফল প্রকাশিত হয়।