করোনার ঢেউ মোকাবেলায় বুস্টার ডোজ নিতে হবে: মহাপরিচালক
৭৫ লাখ মানুষকে একদিনে টিকা দেয়া না গেলে এই ক্যাম্পেইন আগামী আরো দুই এক দিন চলবে।
আজ বুস্টার ডোজ দিবস। এই উপলক্ষে সারা দেশে বুস্টার ডোজের ক্যাম্পেইন চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সকাল থেকে রাজধানী দুই সিটি করপোরেশনের ৪১টি কেন্দ্রে বুস্টার ডোজ প্রদান চলছে।
তবে অন্যান্য ক্যাম্পেইনের তুলনায় এবারে টিকা গ্রহীতা সংখ্যা কম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কার্যক্রম পরিদর্শন করতে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। তিনি বলেন, বুস্টার ডোজের মানুষের আগ্রহ কম। তাই এখন পর্যন্ত ১৭ শতাংশ মানুষকে বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।
সামনে করোনার যেকোন ঢেউ মোকাবেলায় আরো বেশি মানুষকে বুস্টার ডোজ দিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বুস্টারের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাও দেয়া হচ্ছে। মহাপরিচালক বলেন, ৭৫ লাখ মানুষকে একদিনে টিকা দেয়া না গেলে এই ক্যাম্পেইন আগামী আরো দুই এক দিন চলবে।
তিনি বলেন, ৫-১১ বছরের শিশুদের টিকা আলাদা। এটা পয়েন্ট টু এমএলের ডোজ। এই টিকার ভায়াল আলাদা ও সিরিঞ্জ আলাদা। চলতি মাসের শেষে আমাদের বেশকিছু টিকা ও সিরিঞ্জ এসে পৌঁছাবে। আমরা আশা করছি, চলতি মাসের শেষে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা প্রয়োগ শুরু করা যাবে।