আরও ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডক্টর টিভি রিপোর্ট
2022-07-16 16:34:05
আরও ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় দেশে আরও ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার ৫৪ জন এবং ঢাকার বাইরের ছয়জন।।

আজ শনিবার (১৬ জুলাই) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনযায়ী, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন।

এতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট এক হাজার ৬৭০ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৪৫৬ জন।

 


আরও দেখুন: