হিমাচলে গিরিসংকটে স্কুলবাস পড়ে নিহত ১৬

অনলাইন ডেস্ক
2022-07-04 14:06:35
হিমাচলে গিরিসংকটে স্কুলবাস পড়ে নিহত ১৬

মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ২০০ মিটার গিরিসংকটে পড়ে যায়

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস পাহাড়ি গিরিসংকটে পড়ে শিশু শিক্ষার্থীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকালে রাজ্যের কুলু জেলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি।

কুলুর জেলা কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, বাসটি কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল। কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার গিরিসংকটে সেটি পড়ে যায়। বাসের ভেতরে বেশ কয়েকজন আটকে আছে। নিহত আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, বাসটিতে ৩০ যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলার কর্মকর্তারা ও উদ্ধারকারীরা। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ভয়াবহ দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলে, অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের ২ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৫০ হাজার রুপি করে।


আরও দেখুন: